গোলাপগঞ্জ
গোলাপগঞ্জের আরও একজন করোনা আক্রান্ত
নিউজ ডেস্ক- গোলাপগঞ্জের পৌর এলাকার টিকরবাড়িতে আরও একজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি ৪৫বছরের পুরুষ।
এনিয়ে একই বাড়িতে মোট ১৬জনসহ উপজেলায় ২৫জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবা্র পরিকল্পনা কর্মকতা ডা. মনিসর চৌধুরী।
তিনি জানান, সে করোনা পজেটিভ রোগীদের সংস্পর্শে আসা। এ পর্যন্ত উপজেলায় ৩৩৭জন ব্যক্তির নমুনা সংগ্রহ কর হয় তার মধ্যে ২৫জন ব্যক্তির করোনা পজেটিভ আসে। ইতিমধ্যে ৩জন ব্যক্তি সুস্থ হয়েছেন।