বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার টাইমসে সংবাদ প্রকাশ, বৃদ্ধ আইসক্রীম বিক্রেতার পাশে দাড়ালেন ন্যাপ চেয়ারম্যান শাওন স

বিয়ানীবাজার টাইমসঃ সিলেটের জনপ্রিয় নিউজ পোর্টাল বিয়ানীবাজার টাইমসে “লকডাউনে জীবন বাঁ’চানো দায় হয়ে পড়ছে বিয়ানীবাজারের সত্তোরোর্ধ আইসক্রিম বিক্রেতার” শিরোনামে প্রচারিত সংবাদের পর সেই আইসক্রিম বিক্রেতার পাশে দাঁড়ালেন ২০দলীয় জোটের অন্যতম শরীক ন্যাপের (ভাসানী) চেয়ারম্যান তরুন রাজনীতিবিদ বিয়ানীবাজারের সন্তান এম এন শাওন সাদেকী।

তিনি সংবাদটি পড়ে বুধবার বৃদ্ধের জন্যে খাদ্যসামগ্রী নিয়ে তার খোঁজে আসেন। পরে বিয়ানীবাজার টাইমসের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক তোফায়েল আহমদের উপস্থিতিতে খাদ্যসামগ্রী বৃদ্ধের হাতে তুলে দেন এবং যেকোনো বিপদের সময় পাশে থাকবেন বলে আশ্বাস দেন। এসময় খাদ্যসামগ্রী পেয়ে অসহায় বৃদ্ধ মইয়ব আলী আবেগে আপ্লুত হয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিয়ানীবাজার টাইমসে প্রচারিত সংবাদ দেখে অসহায় বৃদ্ধের পাশে দাড়ানোয় টাইমস সম্পাদক তরুন রাজনীতি এম এন শাওন সাদেকীকে ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন সিলেট ন্যাপের ক্রীড়া সম্পাদক জামিল আহমদ।

Back to top button