বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে জামান প্লাজার ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার পৌরশহরের জামান প্লাজার ব্যবসায়ীর মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। আজ বিকালে জামান প্লাজার গেইটের পাশ থেকে দি ন্যাশনাল এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী মোঃ জাহিদ হোসেনের ডিসকাভর ১৫০ সিসি সিলেট ল ১১-৬৭৯৮ সিরিয়াল নম্বরযুক্ত মোটর সাইকেলটি চুরি হয়ে যায়।
জাহিদ জানান, মার্কেট বন্ধ থাকায় ব্যাক্তিগত কাজে তিনি মার্কেটে এসেছিলেন, বাইক রেখে ৫মিনিট পরে এসে তিনি আর তার মোটরসাইকেলটি খুজে পাননি।
তিনি মোটরসাইকেল টি খুঁজে পেতে সকলের সহযোগিতা কামন করেন। মোবাইল নং ০১৭৩৭৮৬৪০৪৫