বিয়ানীবাজার সংবাদ
ব্যস্ত শহর বিয়ানীবাজারে দিনের আলোতে ঈদের আমেজ
মহসিন রনি- দিনের আলোতে আবারও যেন প্রাণ ফিরে পেল বিয়ানীবাজার। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বেশ কয়েকদিন অঘোষিত লকডাউন থাকলেও বর্তমানে সেই লকডাউনটি শুধু একটি নাম মাত্র এই অঞ্চলের মানুষের সাথে। ঈদের বাকি হাতেগোনা কয়েক দিন এরই মধ্যে বাজারে যে সব ছোট ছোট দোকান গুলো খুলছে সেগুলোতে ভীড় জমাচ্ছেন ক্রেতারা ফলে বাড়ছে করোনার ঝুঁকি।
শহরের প্রধান সড়কে যানজট এখন স্বাভাবিক চিত্র। বেলা বাড়ার সাথে সাথে বাজারে বাড়তে থাকে লোকসমাগম। সামাজিক দুরত্ব না মানা হলেও মাস্ক লাগিয়ে দায়বদ্ধতা এড়ানোর চেষ্টা করছেন স্থানীয় মানুষ।
এদিক স্বাস্থ্যবিধি মেনে ব্যাবসা করার নির্দেশ দিলেও বেশিরভাগ ব্যাবসায়ীরা মানছেন না স্বাস্থ্যবিধি। পৌর শহর ঘুরে দেখা যায় দোকানের সাটার লাগিয়ে দিব্যি চলছে সেলুন গুলো।
তবে থানা পুলিশ এ বিষয়ে প্রতিদিন কাজ করে গেলেও নীরব রয়েছে উপজেলা প্রশাসন।