গোলাপগঞ্জ
গোলাপগঞ্জে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনা আক্রান্ত ২ জন
নিউজ ডেস্ক-করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়া গোলাপগঞ্জের দু’জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সোমবার (১৮ মে) বিকেলের দিকে তাদের ছাড়পত্র দেওয়া হলে রাতে তারা বাড়ি ফিরে আসেন।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী। সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়াদের মধ্যে একজন নারী (২০) ও অন্যজন পুরুষ (২২)
উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত ২১ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৯ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন। শুধু মাত্র পৌর এলাকায় রয়েছেন একই পরিবারের রয়েছেন ১৪ জন রোগী।