বিয়ানীবাজার সংবাদ

নিজে করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নিয়ে সন্দিহান বিয়ানীবাজারের করোনা জয়ী শহীদ!

আহমদ ইফতেখারঃ বিয়ানীবাজার উপজেলায় এখন পর্যন্ত পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং পাঁচজনই ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সবশেষ বিয়ানীবাজার এর মুল্লাপুর এলাকার বাসিন্দা শহীদ আহমদকে গত ২৪ এপ্রিল বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। তিনি ঢাকা থেকে ফেরার পর করোনা সন্দেহ হওয়ায় তাকে প্রথমে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয় এবং পরীক্ষার পর তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে।

তবে আক্রান্ত শহীদ এবং তার স্বজনদের মুখে শোনা যায় ভিন্ন কথা! শহীদ বলেন, “আমার করোনা হয়েছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দিহান, করোনা ভাইরাসের কোন লক্ষন আমার শরীরে ছিলোনা এবং আমি আমার শরীরে কোনো পরিবর্তন দেখতে পাইনি”। তার মামা পরিচয়ে আরেকজন স্বজন জানান, তিনি সার্বক্ষনিক ঢাকা থেকে শহীদের সাথে একসাথে ছিলেন শহীদের পজিটিভ হওয়ায় তারও পজিটিভ হওয়ার কথা অথচ তার রিপোর্ট নেগেটিভ এসেছে।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: আবু ইসহাকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “করোনাভাইরাস উপসর্গ ছাড়াও যেকোনো ব্যাক্তির শরীরে হতে পারে। যার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, উনি হয়তো কোনো অসুস্থতা অনুভব করতে নাও পারেন। কিন্তু উনার মাধ্যমে যাতে অন্য কারো শরীরে ভাইরাসটি ছড়াতে না পারে এজন্য তাকে আইসোলেটেড করে রাখা হয়”।

Back to top button