বড়লেখা

বড়লেখায় ব্যাংকে ভাতা তুলতে আসা সুবিধাভোগীরা মানেননি শারীরিক দুরত্ব

আশফাক জুনেদঃ মৌলভীবাজারের বড়লেখায় শারীরিক দূরত্ব বজায় রেখে চলাচল ও ঘরে থাকার নির্দেশ মানছেন না সাধারণ মানুষ। শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার উত্তর শাহবাজপুরের সোনালী ব্যাংক শাখায় দেখা যায় বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতা তুলতে আসা সাধারণ মানুষজন গাদাগাদি করে লাইন ধরে দাঁড়িয়ে আছেন।

সোনালী ব্যাংক সূত্রে জানা যায়,শনিবার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাঁচ শতাধিক বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের মধ্যে ভাতা প্রদান করা হয়। কিন্তু ইউনিয়নের গ্রাম পুলিশ ঘটনাস্থলে লোকজনকে সরানোর চেষ্টা করলেও কেউ তা মানেন নি। কে কার আগে ব্যাংক থেকে টাকা তুলবেন সে প্রতিযোগিতা শুরু হয়।

এ ব্যাপারে সোনালী ব্যাংক শাহবাজপুর শাখার ম্যানেজার ইমরান আহমদ বলেন,প্রায় পাঁচ শতাধিক সুবিধাভোগীকে ভাতা প্রদান করা হয়েছে।সামাজিক দুরত্ব নিশ্চিতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছিলো।কিন্তু সুবিধাভোগীদের সংখ্যা বেশি হওয়ায় আর জায়গার সংকট থাকায় সামাজিক দুরত্ব নিশ্চিতে গ্রাম পুলিশকে হিমশিম খেতে হয়েছে।

Back to top button