বিয়ানীবাজার সংবাদ

উপজেলা ভাইস-চেয়ারম্যান জামাল হোসেনের উপহার সামগ্রী বিতরন চলছে

বিয়ানীবাজার টাইমসঃ করোনা প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়ে বিয়ানীবাজার উপজেলার মানুষের কাছে উপজেলা ভাইস জামাল হোসেনের উপহার সামগ্রী বিতরন চলছে। এরই ধারাবাহিকতায় রবিবার ৯নং মোল্লাপুর ইউনিয়নের অসহায় মানুষদের কাছে উপহার সামগ্রী তুলে দেন জামাল হোসেন।

মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা জুমাদ আহমদ এর পরিচালনায় উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাদির, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, সমাজসেবী সেলিম উদ্দিন, বিয়ানীবাজার পৌর সভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহমান আফজল।

এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য প্রবীন মুরব্বী হারিছ উদ্দিন হারী, ইউনিয়ন পরিষদ সদস্য ময়দুল ইসলাম, খছরুল ইসলাম খছরু, আওয়ামী লীগ নেতা আমান উদ্দিন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহেল আহমদ, আওয়ামী লীগ নেতা কবির হোসেন, রুবেল আহমদ, রেজাউল করিম, যুবলীগ নেতা ছালেহ আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা এনামুল হাছান রায়হান, জুনেদ আহমদ, রুমেল আহমদ, টিটু আহমদ প্রমুখ।

Back to top button