বিয়ানীবাজারে দরিদ্র ফুটবলার ও তৃতীয় লিঙ্গের মানুষের পাশে ক্রিকেট এসোসিয়েশন
বিয়ানীবাজার – ধারাবাহিক ভাবে এক হাজার পরিবারের পাশে দাড়ানোর প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশন। ইতিমধ্যে প্রায় দেড় শতাধিক দরিদ্র ক্রিকেটারের পাশে দাড়িয়েছে এই ক্রীড়া সংগঠনটি। ধারাবাহিক ভাবে এবার বিয়ানীবাজার ফুটবল এসোসিয়েশন এবং খেলোয়াড় কল্যাণ সমিতির দায়িত্বশীলদের হাতে তুলে দিলেন দরিদ্রদের উপহার সামগ্রী সেই সাথে সমাজে অবহেলিত তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যেও বিতরণ করা হয় এ সব উপহার সামগ্রী।
আজ রবিবার (১৭ মে) উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রাজেল আহমেদ ও সম্পাদক খন্দকার লোকমানের নেতৃত্বে এ সব উপহার সামগ্রী বিতরন করা হয়।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার লোকমানের হোসেন জানান, দিনের আলোতে ও রাতের আধারে প্রতিদিন শতাধিক পরিবারকে নীরবে উপহার সামগ্রী পৌছে দিচ্ছে উপজেলা ক্রিকেট এসোসিয়েশন। তিনি দেশ ও বিদেশী অবস্থানরত সকল অনুদানকারী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷