গোলাপগঞ্জ

বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দিয়ে গোলাপগঞ্জে জামায়াত সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক- সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নরকম বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দিয়ে অস্থিরতা তৈরীর চেষ্টা করায় গোলাপগঞ্জ থেকে এক জামায়াত-শিবিরের সদস্যকে গ্রেফতার করছে পুলিশ।

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন এর নিদের্শনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশের প্রেক্ষিতে শনিবার বিকাল ৪টায় আমনিয়া বাজারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর) লুৎফর রহমান এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ জোন) এর অফিসার ইনচার্জ আশীষ কুমার মৈত্র এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি সাইবার টিম অভিযান পরিচালনা করে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে জুমন আহমদ @ ইফতেখার আহমদ জুমন(২৫) নামের জামায়াত সদস্যকে গ্রেফতার করে। সে গোলাপগঞ্জ থানার ইসলামটুল গ্রামের হোসেন আহমদ ছয়ফুল এর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আমানিয়া বাজারে অবস্থিত জুমন আহমদের মালিকানাধীন হোসেন ট্রেডার্স নামীয় ব্যবসা প্রতিষ্টানে বসে সে দীর্ঘদিন যাবৎ যুদ্ধাপরাধে দন্ডিত আসামী দেলওয়ার হোসেন সাঈদীর মুক্তির লক্ষ্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টিসহ রাষ্ট্রীয়ভাবে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সরকার বিরোধী বিভিন্ন প্রকার অপপ্রচার চালিয়ে আসছিল। জেলা গোয়েন্দা শাখার সাইবার টিমের সদস্যরা দীর্ঘদিন হতে তার উপর নজরদারি করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গ্রেফতার পরবর্তী সময়ে তার মোবাইল ফোন পর্যালোচনা করে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের এর হোয়াটস্ অ্যাপ এ প্রেরিত বিভিন্ন বার্তা পাওয়া যায়। যাতে যুদ্ধাপরাধী দেলওয়ার হোসাইন সাইদীর মুক্তির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট প্রদানপূর্বক মানুষের মধ্যে আবেগ তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টির নির্দেশনা রয়েছে।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার এসআই কল্লোল গোস্বামী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোন গুজব কিংবা অপপ্রচার চালিয়ে কেউ যেন সমাজে অস্থিরতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জেলা পুলিশের একটি বিশেষ টিম কাজ করে যারা সন্দেহভাজনদের ব্যবহ্রত সামাজিক যোগাযোগ মাধ্যম সার্বক্ষনিক নজরদারি করে।এরই ধারাবাহিকতায় ফেসবুকে ব্যবহার করে রাষ্ট্রে অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে গোলাপগঞ্জ থেকে জুমন আহমদ নামের এক ব্যক্তি কে গ্রেফতার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভবিষ্যতে কেউ যেন সমাজে অস্থিরতা তৈরী করতে না পারে সেজন্য জেলা পুলিশের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

Back to top button