বড়লেখায় ঈদের আগেই ভাতা পাচ্ছেন এগারো হাজার সুবিধাভোগী
তারেক মাহমুদ:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার ১১হাজার ২ শত ৩৩ জন নিয়মিত সুবিধাভোগী ঈদের আগেই তাদের অগ্রিম চতুর্থ কিস্তিসহ (জুন ২০২০পর্যন্ত) ভাতা পাচ্ছেন। করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকায় সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট ব্যাংক ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ভাতা বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এই বিতরণ কার্যক্রম নিয়মিত পরিদর্শন ও পর্যবেক্ষণ করছেন।
জানা গেছে, বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের আওতায় বয়স্ক-ভাতা ক্যাটাগরিতে ৭৩০১,বিধবা ক্যাটাগরিতে ২৩২০ জনও প্রতিবন্ধী ক্যাটাগরিতে ১৬১২ জন মিলিয়ে মোট ১১হাজার ২ শত ৩৩ জন নিয়মিত ভাতা-ভোগী রয়েছেন। নিয়মিত এসব ভাতা-ভোগীদের মাঝে চলতি অর্থবছরে সরকার বড়লেখা উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ব্যয় করেছে ৭২,২৩৪,০০০ টাকা। করোনা ভাইরাস (কোভিট-১৯) পরিস্থিতি মোকাবেলা ও নিম্ন আয়ের মানুষের সামাজিক নিরাপত্তায় সরকারের জারিকৃত ৩১টি নির্দেশনার মধ্যে ১৩নং নির্দেশনা অনুসারে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের আওতায় সুবিধাভোগী মানুষদের অগ্রিম চতুর্থ কিস্তিসহ অর্থাৎ জুন ২০২০ পর্যন্ত প্রত্যেক ভাতা-ভোগীকে ঈদের আগেই ভাতা প্রদান করা হচ্ছে যা ঈদের আগেই সমাপ্ত করা হবে।
বড়লেখা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী নিয়মিত ভাতা-ভোগীদের মাঝে চলতি অর্থবছরে সরকার বড়লেখা উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ব্যয় করেছে ৭২,২৩৪,০০০ টাকা। করোনা ভাইরাসের সংক্রমণে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় (জুন, ২০২০) পর্যন্ত অগ্রিম আসন্ন ঈদের আগেই বিতরণ নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে সংশ্লিষ্ট ব্যাংক ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে একাধিক স্থানে ভাতা বিতরণ চলছে।