বিয়ানীবাজার সংবাদ

ভাইস চেয়ারম্যান জামাল হোসেনের উপহার সামগ্রী বিতরন অব্যহত

বিয়ানীবাজার টাইমসঃ উপজেলাজুড়ে ২০০০ পরিবারের কাছে উপহারস্বরুপ খাদ্যসামগ্রী পৌছাচ্ছেন বিয়ানীবাজার উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন। তারই ধারাবাহিকতায় আজ শনিবার উপজেলার মাথিউরা এবং তিলপাড়া ইউনিয়নের প্রায় ৪ শতাধিক পরিবারের মধ্যে তার উপহার সামগ্রী তুলে দেন তিনি।

দিনের প্রথম প্রহরে ৭নং মাথিউরা ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সম্পাদক সাইফ উদ্দিন হীরার সঞ্চালনায় মানুষের মধ্যে উপহার সামগ্রী তুলে দেন জামাল হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাথিউরা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সুরমান আলী, সাবেক প্রচার সম্পাদক জহুর উদ্দিন, ময়নুল ইসলাম, ইউপি সদস্য হাসনু ইসলাম, জাহেদ আহমদ, ফখর উদ্দিন, আলিম উদ্দিন লোদী, মোস্তাক আহমদ প্রমুখ।

পরে বিকালে ৮নং তিলপাড়া ইউনিয়নে চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জয়নাল আবেদিন, যুগ্ন সাধারন সম্পাদক রমিজ উদ্দিন, সহ-সভাপতি আং মতলিব, ইউপি সদস্য ফাইদুল ইসলাম, আনোয়ার হোসেন, ডাঃ শিব্বির আহমদ সোহেল, ডাঃ আব্দুস সালাম মুক্তা, ইউপি সদস্য আক্তারুজ্জামান জামান প্রমুখ।

Back to top button