গোলাপগঞ্জ

সিলেটে আরও ১৮ জনের করোনা শনাক্ত, ১৭ জনই গোলাপগঞ্জের

নিউজ ডেস্ক- সিলেটে আরও ১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১৮ জনের করোনা শনাক্ত হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, শনিবার ওসমানীতে ৯৪টি নমুনা পরীক্ষা হয। এরমধ্যে ১৮টি পজেটিভ আসে।

তবে ওসমানী মেডিকেল কলেজের একটি সূত্র জানিয়েছে, শনিবার শনাক্ত হওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই সিলেটের গোলাপগঞ্জের। অন্যজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেবিকা।

এনিয়ে সিলেট সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৭৭ জন।

এরমধ্যে সিলেট জেলায় ১৩৪ জন, সুনামগঞ্জে ৬৮ জন, হবিগঞ্জে ১১৮ জন ও মৌলভীবাজারে ৫৭জন।

সিলেটে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৬ জন, সুস্থ হয়েছেন ৬৯ জন এবং হাসপাতালে ভর্তি আছেন ১৪১ জন।

Back to top button