বড়লেখা

‘করোনা’ ভুলে গেছে শাহবাজপুরের মানুষ

নিজস্ব প্রতিবেদকঃ বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরের মানুষেরা ভুলে গেছে বিশ্ব ব্যাপি প্রাণঘাতী করোনা ভাইরাসের চলমান তান্ডবের কথা।প্রতিদিন হাজার হাজার সংক্রামণ আর মৃত্যুর খবর তাদের কাছে যেনো দুধভাত। তারই প্রমান লকলকডাউন উপেক্ষা করে বাজারে শত শত মানুষের ভিড়!

সরেজমিনে ঘুরে দেখা যায়, বাজারে শত শত মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে ঘুরা ফেরা করছে।অনেকের কাছে নুন্যতম সুরক্ষা সামগ্রী নেই।কেউই মানছেন না সামাজিক দুরত্ব। মিষ্টির দোকান,কাচা বাজার,মোদি দোকান সর্বত্র ব্যাপক জনসমাগম।

এছাড়া বাজার বণিক সমিতির নিষেধাজ্ঞা সত্বেও বিভিন্ন জুতার দোকান ও কাপড়ের দোকান খুলেছে।করোনা মহামারিতে লকডাউন উপেক্ষা করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন এসব দোকানীরা।

দোকানের এক সার্টার খোলে তারা দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছে। দোকানগুলোতে সামাজিক দুরত্ব না মেনে ক্রেতারা ভিড় করে কেনাকাটা করছেন। করোনার ভয় এখানে নাই বললেই চলে।

এ বিষয়ে শাহবাজপুর বণিক সমিতির সভাপতি আব্দুর রহমান বাবুল বলেন,আমাদের নিষেধাজ্ঞা সত্বেও কিছু ব্যবসায়ী দোকান খুলেছেন।এটা দুঃখজনক।আমরা এ ব্যাপারে প্রশাসনকে অবহিত করেছি।তারা ব্যবস্থা নিবেন বলে আমাদের জানিয়েছেন।

Back to top button