এবার কর্মহীন ৪০ পরিবারের পাশে দাঁড়িয়েছে “শিশুদের জন্য আমরা “
বিয়ানীবাজারঃ শিশুদের জন্য আমরা সংগঠনটির উদ্যোগে ধারাবাহিক ভাবে বিয়ানীবাজার মুড়িয়া ইউনিয়নের সারোপাড়ে প্রায় ৪০ টি দরিদ্র ও কর্মহীন পরিবারের মধ্যে এক টাকায় ঈদ উপহারের অংশ হিসেবে আলু ও মোরগ বিতরন করেছেন সংগঠনের দায়িত্বশীলরা।
বৃহস্পতিবার (১৪মে) সংগঠনের দায়িত্বশীল সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এসব উপহার সামগ্রী পৌছে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, সিলেট জেলা ছাত্র লীগের সাবেক সদস্য কে এইচ সুমন “শিশুদের জন্য আমরা সংগঠনের উপদেষ্টা ডাঃ শিব্বির আহমদ সোহেল, জহিরুল হক রাজু, কবির আহমদ, ডাঃ আব্দুস সালাম মুক্তা।
প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুর রহমান আমিত, জুবের আহমদ, জাফরান খা, কামরান মোহাম্মদ , আহনাফ আবেদিন দীপন, সাহেদ আহমদ,সদস্য কামরুল হাসান রাসেল,নুরে আলম শিব্বির,আবিদ রহমান রানা, কয়েছ,ওয়ালিদ,রেজাউল,দেবু প্রমুখ
এ সময় সংগঠনের দায়িত্বশীল সাইদুর রহমান অমিত বিয়ানীবাজার টাইমসকে জানান,২০১০ সাল থেকে শুরু হওয়া সংগঠনটি নানা বাধা কাটিয়ে বর্তমানে খুব ভালো ভাবে এগুচ্ছে। করোনার কারনে তাদের এক টাকায় আহার মাসিক কর্মসূচি গুলো এখনো নিয়মিত প্রতিদিন নিয়ে এসেছেন। যাতে করে দরিদ্র ও কর্মহীন মানুষের একটু হলেও উপকার হয়।