বিয়ানীবাজার সংবাদ

জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক জুনিয়র বিয়ানীবাজারে দরিদ্রদের পাশে!

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশন এর উদ্যোগে তিন ধাপে উপহার সামগ্রীর আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে প্রায় এক হাজার দরিদ্র ক্রিকেটার ও কর্মহীন মানুষের পাশে দাড়ানোর প্রত্যয় ব্যাক্ত করেছে এই ক্রীড়া সংগঠনটি। সংগঠনটির এই মহৎ উদ্যোগে প্রবাসী ও দেশের বিত্তবানরা আর্থিক ভাবে সহযোগীতা করছেন সবার মত এবার এগিয়ে এলেন সিলেটের কীর্তি সন্তান এক সময় জাতীয় দল মাতানো এনামুল হক জুনিয়র। তিনি বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশনে অনুদান দিবেন।

ক্রিকেট এসোসিয়েশন এর সভাপতি রাজেল আহমেদ জানান, প্রবাসী ও দেশীদের পাশাপাশি এবার সাবেক জাতীয় দল মাতানো এই ক্রিকেটার বিয়ানীবাজার ক্রিকেট এসোসিয়েশনে অনুদান দিয়ে সাহায্য করবেন৷

উল্লেখ্য,২০০৫ সাল থেকে যাত্রা শুরু হওয়া ক্রিকেট এসোসিয়েশন খেলাধুলা সহ বিভিন্ন পাবলিক পরিক্ষার্থীদের মধ্যে সম্মাননা দিয়েছে এবং ধারাবাহিক ভাবে করোনায় অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাড়ানোর প্রত্যয় ব্যাক্ত করেছে।

Back to top button