বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে কয়েকটি বিপণী বিতানে কাপড় কিনতে ক্রেতাদের ভীড়
নিজস্ব প্রতিবেদকঃ সারা দেশ করোনার প্রাদুর্ভাবে নিস্তব্ধ হয়ে আছে সরকারি নির্দেশনা অনুযায়ী সীমিত আকারে দোকান খোলা রাখার নিয়ম থাকলে বিয়ানীবাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতি আগামী ৩১ মে পর্যন্ত বিয়ানীবাজারে ৪ টি মার্কেট সহ সকল বিপনি বিতান বন্ধ ঘোষণা করে।
তবে সকল বিপনি বিতান বন্ধ ঘোষণা করলেও পৌর শহরে অলিতে-গলিতে ছড়িয়ে থাকা কয়েকটি বিপনি বিতানে ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়।
এদের মধ্যে বেশিরভাগ ক্রেতারাই মহিলা,কেউই মানছেন না সামাজিক দুরত্ব ।
দেশের ক্রান্তিলগ্নে ঈদ উৎসবে কেনাকাটায় মেতে উঠেছে কয়েক শ্রেনীর মানুষ। দেশের এই বিপদে ঘরে থেকে ১৬ কোটির মত পুরনো কাপড়ে ঈদ করাই হতে পারে মানবিকতা।