বড়লেখা

করোনায় আক্রান্ত পুলিশের প্রায় ২ হাজার সদস্য, সুস্থ ২৯৮ জন

নিউজ ডেস্ক- মহামারি করোনাভাইরাসে দেশে পুলিশ সদস্যের আক্রান্তের সংখ্যা দুই হাজার ছুঁই ছুঁই। বুধবার পর্যন্ত দেশে মোট ১ হাজার ৯২৬ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে শুধুমাত্র ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৯০৭ সদস্য আক্রান্ত হয়েছেন বলে পুলিশ সদরদপ্তর সূত্র জানিয়েছে।

এদিকে বাহিনীর সাতজন সদস্য ভাইরাসের শিকার হয়ে মারা গেছেন বলে সূত্র উল্লেখ করেছে। অন্যদিকে ২৯৮ জন পুলিশ সদস্য পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

এছাড়া, বর্তমানে ৪ হাজার ৯৬১ পুলিশ সদস্য কোয়ারেন্টিনে আছেন এবং ১ হাজার ১৫৯ জন বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। সেই সঙ্গে ২৯৮ পুলিশ সদস্য পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য পুলিশ, সশস্ত্র বাহিনী, র‌্যাব ও অন্যান্য সংস্থা যৌথভাবে কাজ করছে।

এদিকে, করোনাভাইরাস আক্রান্ত বাহিনীর সদস্যদের চিকিৎসার জন্য রাজধানীর ২৫০ শয্যার ইমপালস হাসপাতাল ভাড়া করেছে বাংলাদেশ পুলিশ।

Back to top button