বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারজুড়ে উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেনের উপহার প্রদান অব্যহত
বিয়ানীবাজারঃ করোনার প্রভাবে অসহায় হয়ে পড়া মানুষের দ্বারে দ্বারে উপহার সামগ্রী নিয়ে ছুটছেন বিয়ানীবাজার উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন। বুধবার দুপুরে তিনি উপজেলার ১০নং মুড়িয়া ইউনিয়নে উপহার সামগ্রী বিতরন করেন
উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে মুড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল খয়ের সভাপতিত্বে উপজেলা যুবলীগ নেতা ছায়ফুল আলম রোকনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামাল হোসেন। এসময় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান, ইউনিয়ন পরিষদ সদস্য নাজিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা ছাব্বির আহমদ, সালমান চৌধুরী।
উপস্থিত ছিলেন সমাজসেবী মাহবুব উদ্দিন, আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান, মামুনুর রশীদ আকুল, শ্রমিক নেতা আব্দুল হাসিব, লাউতা ইউনিয়ন আওয়ামী নেতা হোসেন আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা ছায়দুর রহমান, দিলশাদ আহমদ প্রমুখ।