বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে “শিশুদের জন্য আমরা ” সংগঠনের এক টাকায় ঈদ উপহার বিতরন শুরু

বিয়ানীবাজার: আজ বুধবার (১৩ মে) শিশুদের জন্য আমরা সংগঠনের উদ্যোগে ঈদ প্রজেক্টের অংশ হিসেবে বিয়ানীবাজারের বৈরাগীবাজারে পঁচিশটি পরিবারের পাশে প্রথম ধাপে এক টাকায় ঈদ উপহার হিসেবে মোরগ ও আলু বিতরণ করা হয়েছে।

সংগঠনটির দায়িত্বশীলরা জানান, ধারাবাহিক ভাবে পুরো রমজান জুড়ে এই প্রজেক্টটির সফল করতে কাজ করে যাবে সংগঠনের সকল সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন, শিশুদের জন্য সংগঠনের উপদেষ্টা ডাঃশিব্বির আহমদ সোহেল, কবির আহমদ, ডাঃআব্দুস সালাম মুক্তা,পরিচালনা পরিষদের সদস্য সাইদুর রহমান আমিত, কামরান আহমদ, আহনাফ আবেদিন দীপন, সাহেদ আহমদ, সদস্য কামরুল হাসান রাসেল শিব্বির আহমদ,দেবু,করিম প্রমুখ। উল্লেখ্য, দেশের ক্রান্তিলগ্নে এক টাকায় আহার, এক টাকায় ইফতার ইভেন্টের পর এবার এক টাকায় ঈদ উপহার ইভেন্ট কর্মসূচি হাতে নিয়েছে বিয়ানীবাজারের শিশুদের জন্য আমরা সংগঠন

Back to top button