সিলেটের মধ্যে ব্যতিক্রম উপজেলা বিয়ানীবাজার, ক্রান্তিলগ্নে কর্মহীনদের পাশে যারা!
মহসিন রনি: সিলেটের মধ্যে সুনামধন্য একটি উপজেলা বিয়ানীবাজার। সব উপজেলা থেকে একটু আলাদা প্রবাসী অধ্যুষিত খ্যাতি পাওয়া এই উপজেলাটি। ৯৭.০০ বর্গমাইলের উপজেলাটিতে দেশের ক্রান্তিলগ্নে কর্মহীন ও দরিদ্র মানুষের পাশে একের পর এক সামাজিক রাজনৈতিক ব্যাক্তিবর্গ সহ বন্ধুমহল রাজনৈতিক দল এগিয়ে আসছে। প্রতিদিন হাজার হাজার টাকার খাদ্যসামগ্রী বিতরন করা হচ্ছে। সিলেটের কোনো উপজেলায় এ প্রতিদিন এত ত্রান বিতরন করা হয়নি।
প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় এখানকার প্রবাসীরা প্রতিদিন দরিদ্র মানুষের পাশে ত্রান ও নগদ অর্থ দিয়ে সহয়তা করছেন। থেমে নেই স্থানীয় জনপ্রতিনিধিরা উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র সহ আরো অনেকেই ব্যাক্তিগত ফাউন্ড তৈরি করে পাশে দাঁড়াচ্ছেন কর্মহীনদের। সামাজিক সংগঠন গুলোর মধ্যে প্রসংশা কুড়িয়েছে বন্ধু মহল ফাউন্ডেশন বিয়ানীবাজার রাতের আধারে প্রতিদিন মধ্যবিত্ত ও দরিদ্র পরিবার গুলোর পাশে ধারাবাহিক ভাবে দাঁড়াচ্ছে তারা।
প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রবাসী ও সামাজিক সংগঠন গুলোর উদ্যোগ ও সহযোগিতায় হাজার হাজার ত্রান বিতরন করা হচ্ছে। ফলে কর্মহীন ও দরিদ্র মানুষেরা দু বেলা পেট ভরে খেতে পারছে।
২৬ মার্চ থেকে অঘোষিত লকডাউন শুরু হওয়ার পর থেকে বিয়ানীবাজারে কর্মী মানুষের পাশে ধারাবাহিক ভাবে দাড়াতে শুরু করেন সকল শ্রেনীর মানুষ। তবে এদের মধ্যে অনেকেই আবার রাতের আধারে নীরবে নাম প্রকাশ না করেন উপহার সামগ্রী বিতরন করে যাচ্ছেন যা সত্যিকার অর্থে প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে।
দেশের ক্রান্তিলগ্নে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারেন প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারের এ সকল শ্রেনীর পেশার উদার মনের মানুষেরা তাই তো শ্রদ্ধার সাথে তাদের স্মরণ রাখবে এই অঞ্চলের মানুষ।