হঠাৎ কালবৈশাখী ঝড়ে বিয়ানীবাজার লন্ডভন্ড
বিয়ানীবাজার টাইমসঃ কালবৈশাখী ঝড়ে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকার বাড়িঘর, গাছপালা, বিদ্যুতের খুঁটি ও সরবরাহ লাইন ভেঙ্গে গেছে। বুধবার সকালে বৈশাখি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে। ঝড়ের কারনে উপজেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
প্রায় পনের মিনিট স্থায়ী এ ঝড়ে উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার সব এলাকার অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। ঘরের উপর গাছ ভেঙ্গে পড়ে এবং বাতাসে ঘরের চাল উড়িয়ে নয়ে অনেকে ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।
ঝড়ে বিভিন্ন এলাকার প্রধান সড়কে গাছপালা ভেঙ্গে পড়েছে এছাড়াও বৈদ্যুতিক লাইনের উপর গাছপালা ভেঙ্গে পড়ায় বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক লাইন ছিড়ে গেছে। এদিকে, পল্লীবিদ্যুতের সঞ্চালন ও সরবরাহ লাইনের খুঁটি ভেঙ্গে পড়ায় পুরো উপজেলা বিদুৎ বিচ্ছিন্ন রয়েছে।
পল্লীবিদ্যুৎ ডিজিএম অভিলাশ চন্দ্র পাল বলেন, ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সব এলাকায় বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্থ হওয়ার খবর পাচ্ছি। আমরা মাঠে রয়েছি, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছি।