বিয়ানীবাজার সংবাদ

ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে প্রথম ধাপে উপহার সামগ্রী পাবে ১৬০ পরিবার

বিয়ানীবাজার টাইমস-  বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের তিন ধাপে দরিদ্র ক্রিকেটার ও কর্মহীন মানুষের পাশে দাড়ানোর অংশ হিসেবে প্রথম ধাপে ১৬০ টি পরিবারের পাশে দাড়ানোর প্রত্যয়ে প্রস্তুতি সম্পন্ন করেছে। আজ মঙ্গলবার (১২ মে) ক্রিকেট এসোসিয়েশনের দায়িত্বশীল সকলের উপস্থিতি চাল ডাল পেয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য তৈরি করা হয়।

এ সময় এসোসিয়েশনের সভাপতি রাজেল আহমেদ জানান, এক হাজার পরিবারের পাশে তিন ধাপে দাড়াবে বিয়ানীবাজারের এই ক্রীড়া সংগঠনটি। প্রথম ধাপে ১৬০ টি পরিবারকে উপহার সামগ্রীর প্রস্তুতি সম্পন্ন আগামীকাল উদ্বোধন হবে।

উল্লেখ্য,২০০৫ সাল থেকে যাত্রা শুরু হওয়া ক্রিকেট এসোসিয়েশন খেলাধুলা সহ বিভিন্ন পাবলিক পরিক্ষার্থীদের মধ্যে সম্মাননা দিয়েছে এবং ধারাবাহিক ভাবে করোনায় অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাড়ানোর প্রত্যয় ব্যাক্ত করেছে।

Back to top button