বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে রাস্তায় পড়ে থাকা মানসিক রোগীর প্রতি পুলিশের মানবিকতা

বিয়ানীবাজার টাইমসঃ মঙ্গলবার রাতে রাস্তায় আধমরা হয়ে পড়ে থাকা এক মানসিক রোগীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো বিয়ানীবাজার থানা। বিয়ানীবাজারের গনমাধ্যমকর্মী ধারাভাষ্যকার মাসুম আহমদের ফোনে এস আই হাবিবুল্লার নের্তৃত্বে ঘটনাস্থলে পৌছে এই মানসিক প্রতিবন্ধিকে উদ্ধার করে এ্যাম্বুলেন্স আনিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দেয় পুলিশ।

সাংবাদিক ও ধারাভাষ্যকার মাছুম আহমদ জানান, পৌরশহরের দক্ষিণবাজারের একটি বিপনী বিতানের সামনে একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে মাটিতে পড়ে থাকতে দেখে সেনাবাহিনীর বড়লেখাগামী একটি চলন্ত গাড়ি থামে। আতংকিত মানুষের মধ্যে কেউ কাছে যাননি।

একপর্যায়ে পুলিশকে ফোন দেন গণমাধ্যমকর্মী মাসুম আহমদ। পুলিশ এসে ভারসাম্যহীন মুমুর্ষ এই মানুষকে সেবা-সুশ্রুসা করে এ্যাম্বুলেন্স দিয়ে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন।

এসময় পুলিশ সদস্যের এরকম মানবিকতায় উপস্থিত সকলেই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুলিশকে প্রশংসায় ভাসান।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবণী শংকর কর বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে মানবিক দৃষ্টিকোন থেকে মানুষ হিসেবে দায়িত্ব পালন করেছেন এসআই হাবীব উল্লাহ। তার দাবী, করোনাসহ সকল দূর্যোগে পুলিশ দেখিয়ে দিয়েছে জাতির দু:সময়ে কতটা মানবিক হওয়া যায়।

Back to top button