উপজেলাজুড়ে উপজেলা ভাইস-চেয়ারম্যান জামাল হোসেনের খাদ্যদ্রব্য উপহার বিতরন অব্যহত
বিয়ানীবাজার টাইমসঃ করোনা প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়া মানুষদের পাশে দাড়িয়েছেন সাবেক ছাত্রনেতা, বিয়ানীবাজার উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জামাল হোসেন। প্রবাসী এবং দেশে থাকা সাবেক ছাত্রনেতাদের অর্থায়নে পুরো উপজেলার ২ হাজার মানুষের মধ্যে খাদ্যদ্রব্য উপহার হিসাবে বিতরন চলছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে কুড়ারবাজার ইউনিয়নে অসহায় মানুষদের মধ্যে উপহার সামগ্রী বিতরন করা হয়। কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান এএফএম আবু তাহেরের সভাপতিত্বে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা আব্দুল বাসিতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন।
আরো বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ নেতা জুবের আহমদ, উপজেলা পরিষদ সদস্য সালমান রহমান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন, সাংবাদিক মাহমুদ হোসেন, জেলা ছাত্রলীগ নেতা সালমান আহমদ।
উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আং আজিজ, নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা এনামুল হাসান রায়হান, মারজান আহমদ, দিলশাদ আহমদ, স্বপন আহমদ, সিপার আহমদ মুন্না, নজমুল ইসলাম, রেদওয়ান আহমদ, জুয়েল, সুজন, আরিফ, সুহেল, জুনেদ আহমদ, নুর আহমদ, খালেদ আহমদ প্রমুখ।