বিয়ানীবাজার টাইমসে সংবাদ প্রকাশঃসেই মাওলানার ঘর এখন খাদ্য উপহারে ভর্তি
নিজস্ব প্রতিবেদকঃ “ঘরে এক মুষ্টি ডাল নেই,নিদারুণ কষ্টে দিন কাটছে বড়লেখার এই মাওলানার” এই শিরোনামে সিলেটের জনপ্রিয় নিউজ পোর্টাল বিয়ানীবাজার টাইমসে সংবাদ প্রকাশের পর সেই মাওলানার সাহায্যে এগিয়ে এসেছেন অনেকেই।
সংবাদ প্রকাশের পর অনেকেই সেই মাওলানার সাথে যোগাযোগ করে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন আবার অনেকেই দুর এলাকায় থাকায় বিকাশের মাধ্যমে টাকা পাঠাচ্ছেন।
মঙ্গলবার দুপুরে সেই মাওলানা বিয়ানীবাজার টাইমসকে জানান সংবাদ প্রকাশের পর তিনি অনেক সাড়া পাচ্ছেন। প্রবাস থেকে অনেকেই যোগাযোগ করেছেন।অনেকে বাড়িতে এসে খাদ্যসামগ্রী দিয়ে গেছেন।এছাড়া গত তিনদিনে নগদ প্রায় ১৩ হাজার টাকা তিনি বিকাশের মাধ্যমে পেয়েছেন এবং আরও অনেকে পাঠাবেন বলে কথা দিয়েছেন।
তিনি জানান এখন পর্যন্ত যারা অর্থ সহায়তা দিয়েছেন তারা হলেন,মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা,সুজাউল ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক রেজাউল করিম,ওমান প্রবাসী শাহিন আহমদ,লন্ডন প্রবাসী আব্দুল আহাদ,মিছবাহ উদ্দিন।
এ পর্যন্ত খাদ্যসামগ্রী দিয়ে সহযোগীতা করেছন, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন,শাহবাজপুর ব্লাড ডোনেট ক্লাবের পক্ষ থেকে জাকের আহমদ ও তওয়াহিদুর রহমান টিপু,লন্ডন প্রবাসী নাইম সাহিদ আশুক,লন্ডন প্রবাসী এনাম আহমদ,শিক্ষক আশরাফুল ইসলাম ও বিয়ানীবাজার বন্ধু মহল।
এসময় তিনি জানান,ওসমানী মেডিকেলের দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক তার চিকিৎসায় সহযোগীতার আশ্বাস প্রদান করেছেন।
এছাড়া ঢাকা,মৌলভীবাজার, বিয়ানীবাজার থেকে অনেকেই সহযোগীতা করবেন বলে নিশ্চিত করেছেন।