বিয়ানীবাজার সংবাদ

ভাইস চেয়ারম্যান জামালে’র খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জামাল হোসেনের পক্ষ থেকে করোনা ভাইরাসে অসহায় হয়ে পড়া উপজেলার প্রায় ২০০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরনের ধারাবাহিক কর্মসূচিতে আজকে ছিল দুবাগ ও শেওলা ইউনিয়নে ।

সোমবার (১১ মে)  সকালে দুবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামের সভাপতিত্বে ও যুবলীগ নেতা সুফিয়ান আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুবাগে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জামাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক তাওয়াফিক মাহমুদ চৌধুরী, উপস্থিত ছিলেন সমাজ সেবক নাজিম উদ্দিন, লাউতা ইউনিয়ন আওয়ামী নেতা হোসেন আহমদ, যুবলীগ নেতা পারভেজ আহমেদ চৌধুরী, জামিল আহমদ, মাষ্টার মোঃ আব্দুল্লাহ, শ্রমিক নেতা কলিম উদ্দিন প্রমুখ সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য এবং উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

পরে দুপুরে শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুর উদ্দিনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রাহাত খান তাজের সঞ্চালনায় শেওলায় খাদ্য সামগ্রী বিতরণ করেন মোঃ জামাল হোসেন।

আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান, শেওলা ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন, মাহমুদুল আলম এরশাদ, আওয়ামী লীগ নেতা মুহাইমিন খান, মাসুম আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা শাহানুর রহমান শাহান, ফায়েক আহমদ প্রমুখ।উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান ও আওয়ামীলীগ নেতা আহমেদ হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

Back to top button