বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারবাসীর জন্য সুখবর, দ্বিতীয় করোনা রোগী সুস্থ, প্রথমজন সুস্থের পথে

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারবাসীর জন্য সুখবর হয়ে আসলো দ্বিতীয় করোনা আক্রান্ত রোগী আলম হোসেন সুস্থ হয়ে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এই সুখবরের পাশাপাশি আরেকটি সুখবর দিয়েছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রথম করোনা আক্রান্ত রোগীর প্রথম রিপোর্ট নেগেটিভ এসেছে অর্থাৎ ২৪ ঘন্টা পর আরেকটি রিপোর্ট নেগেটিভ আসলে তিনিও করোনা থেকে মুক্তি পাবেন।

তথ্যগুলো নিশ্চিত করেছেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আরএমও ডাঃ আবু ইসহাক আজাদ। তিনি জানান, করোনা পজিটিভ একজন নেগেটিভ হয়েছেন এটি নিঃস্বন্দেহে ভালো খবর। এই খবর বাকী করোনা আক্রান্ত ৩জনের মনোবল বাড়িয়ে দিবে।

উল্লেখ্য, সর্বশেষ তথ্যমতে বিয়ানীবাজারে এখন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১১১ টি এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ৮৫জনের। ফলাফলে ৫জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। সুস্থ হয়েছেন ১জন এবং হোম কোয়ারেন্টাইনে আছেন ৬৪জন এবং হাসপাতালে কোয়ারেন্টাইনে আছেন ২জন। এদের মধ্যে বাকী ৩করোনা পজিটিভ রয়েছেন যাদের মধ্যে দুইজন বাড়িতে এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন

Back to top button