জাফলংয়ের আলোচিত পাথর খেকো আলীম উদ্দিনকে গ্রেফতার করেছে ডিবি
নিউজ ডেস্ক- সিলেটের গোয়াইনঘাট থানার জাফলং পাথর কোয়ারীর আলোচিত পাথর খেকো আলীম উদ্দিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শনিবার বিকেল তিনটার দিকে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে সিলেট শহরের সুরমা টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আলীম উদ্দিন গোয়াইনঘাট উপজেলার জাফলং নয়া বস্তি এলাকার ইনছান আলীর ছেলে। গত ২৩ এপ্রিল জাফলংয়ের নয়া বস্তি এলাকার ইউসুফ মিয়ার বাড়িতে হামলা করে ভাংচুর সহ কয়েকজন কে গুরতর আঘাত করার অভিযোগে তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা রুজু হয় যার নম্বর ১১(৪)২০২০। পরবর্তীতে উক্ত মামলা দায়ের করার কারনে মামলার সাক্ষী আজগর আলীকে গত ৬ মে পুনরায় মারধর করে গুরতর আঘাত করে।যার প্রেক্ষিতে আলীম উদ্দিন সহ তার সহযোগীদের আসামী করে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়। এ দুটি মামলায় সে পলাতক ছিল। এছাড়াও জাফলং এলাকায় নদীতে বালু পাথর উত্তোলনে বিভিন্ন সময় চাঁদাবাজির অভিযাগ রয়েছে।
ঘটনার সত্যতার বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম বলেন, গ্রেফতারকৃত আলীম উদ্দিন গোয়াইনঘাট থানার একাদিক মামলার পলাতক আসামী। পাশাপাশি জাফলং এলাকার অন্যতম পাথর খেকো হিসেবে সে পরিচিত।জাফলং সহ পাথর অধ্যুষিত বিভিন্ন এলাকার কোয়ারী বন্ধ করতে আলোচিত পাথর খেকোদের বিরুদ্ধে গ্রেফতারের জন্য পুলিশ সুপার মহোদয়ের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। মূলত এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাকে গোয়াইনঘাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে।