গোলাপগঞ্জে তৃতীয় করোনা রোগী সনাক্ত
নিউজ ডেস্ক-সিলেটের গোলাপগঞ্জে আরও এক করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। তিনি উপজেলার বাদেপাশা ইউনিয়নের নওয়াই গ্রামের যুবক (২২। এ নিয়ে গোলাপগঞ্জে ৩জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী।
তিনি বলেন, আক্রান্ত যুবক ঢাকায় বসবাস করতেন। যেখানে তিনি নিজ উদ্যোগে পরীক্ষা করেন। শুক্রবার (৮মে) রাতে তার রিপোর্ট পজেটিভ আসে। শনিবার (৯মে) দুপুর ২টায় তিনি কাগজপত্র নিয়ে তিনি সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন।
এদিকে আক্রান্ত যুবক বাড়িতে অবস্থান না করা তার বাড়ি লকডাউন ঘোষণা করা হয়নি। তবে তার সংস্পর্শে আসা লোকদের নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ১ মে রাতে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল নোয়া পাড়া গ্রামে ৩০ বছর বয়সী এক যুবকের করোনা রিপোর্ট পজেটিভ আসে। এরপর ৩রা মে রোববার রাতে লক্ষিপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামের এক তরুণীর (২০) করোনা সনাক্ত হয়। সর্বশেষ শুক্রবার (৯মে) ঢাকায় বসবাসরত এক যুবকের রিপোর্ট করোনা পজেটিভ আসে। এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলায় ৩ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন।