বড়লেখা

ঘরে এক মুষ্টি ডাল নেই, নিদারুণ কষ্টে দিন কাটছে বড়লেখার এই মাওলানার

আশফাক জুনেদ,বড়লেখাঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার একটি হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. ময়নুল ইসলাম (৩২)। একজন মাওলানা। মাওলানা হলেও দরিদ্র হওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। করোনা ভাইরাস আতংকে সারা দেশে সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে।ফলে দেশে দেখা দিয়েছে অঘোষিত লকডাউন পরিস্থিতি।এদিকে দীর্ঘদিন থেকে মাদ্রাসায় বেতন নেই।আগে কোন রকম কষ্ট করে পরিবার চালালেও বর্তমানে কোন দিন খেয়ে আবার কোন দিন না খেয়ে চলছে তার সংসার।

শুক্রবার মো. ময়নুল ইসলাম তার পরিবারের অভাব অনটন ও দারিদ্রতার কথা এই প্রতিনিধির কাছে তুলে ধরেন।

তিনি জানান,সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় তার বাড়ি। মাদ্রাসায় চাকরির সুবাধে থাকেন বড়লেখা উপজেলার সুজাউল গ্রামে।

এসময় তিনি বলেন, আমি একজন অসহায় মানুষ।করোনার কারণে মাদ্রাসা বন্ধ।তাই বাড়িতেই থাকছি।কয়েকদিন আগে এক্সিডেন্ট করে এখন অনেকটাই ঘর বন্দি।এদিকে আমার ঘরে এক মুষ্টি ডাল নেই।লজ্জায় কারো কাছে কিছু চাইতেও পারি না।দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাই আপনার সাথে শেযার করছি।

তিনি আরও বলেন, রমজানের আগে একটা সংঘটন থেকে কিছু তেল ডাল আর একটা সংঘটন থেকে পাঁচশত টাকা দিয়েছিলো তারা।সেগুলা দিয়ে আর কত দিন বলুন। এক্সিডেন্ট করায় মাসে ১৫০০ টাকার ঔষধ প্রয়োজন আমার কিন্তু ঘরে যেখানে খাবার নেই সেখানে ঔষধ করাবো কি দিয়ে, যোগ করেন তিনি।

সরকারি কিংবা বেসরকারি কোন সহযোগীতা পাননি এমন প্রশ্নে ময়নুল ইসলাম বলেন,ভাই অনেকেই মনে করেন আমি একটা মাদ্রাসার অধ্যক্ষ। আমার অনেক টাকা।আমার কোন অভাব অনটন থাকার কথা না।কিন্তু বিশ্বাস করেন এই মাদ্রাসা একটা এতিম খানা মাদ্রাসা। মানুষের টাকায় চলে।অনেকদিন থেকে আমার বেতন নেই।তারপরও কোন রকম চলছিলো।কিন্তু বর্তমান পরিস্থিতি খুবই কষ্টের মধ্যে আছি।আগে প্রবাসীরা মাঝে মাঝে কিছু সাহায্য করতো।কিন্তু তারাও এখন বিপাকে তাই সেরকম কেউ সাহায্য করছে না।

এদিকে আমার স্ত্রী সন্তান নিয়ে চরম বিপাকে আছি।কোন দিন একবেলা আবার কোনদিন না খেয়ে দিন কাটছে আমার।এমন অবস্থায় বিত্তবানদের সহযোগিতা কামনা করছি।

Back to top button