ব্রেকিং- কাল থেকে খুলছে না বিয়ানীবাজারের মার্কেট
বিয়ানীবাজার টাইমসঃ সিলেটের ব্যবসায়ীদের পথ অনুসরন করলেন বিয়ানীবাজারের ব্যবসায়ীরা। সরকারি নির্দেশনা থাকলেও জনস্বার্থের কথা চিন্তা করে করোনা ভাইরাসের সংক্রমণ ও ঝুঁকি মোকাবিলায় ঈদের আগে আর খুলবে না বিয়ানীবাজারের প্রধান শপিং মার্কেটগুলো। আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে পৌরশহরের প্রধান ৪ শপিংমল জামান প্লাজা, সাত্তার শপিং কমপ্লেক্স, আল আমিন সুপার মার্কেট ও আজির প্লাজা।
শনিবার (৯ মে) দুপুরে উপজেলা প্রশাসনের হলরুমে অনুষ্টিত সভায় এ সিন্ধান্ত জানান বিয়ানীবাজারের ব্যবসায়ী নের্তৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো: আব্দুস শুকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব, সহকারী কমিশণার (ভ‚মি) খুশনুর রুবাইয়াত, জেলা পরিষদের সদস্য ও ব্যবসায়ী সংকট নিরসন কমিটির সদস্য সচিব নজরুল হোসেন, অফিসার ইনচার্জ অবণী শংকর করসহ স্থানীয় ব্যবসায়ীরা।
বৈঠকে উপস্থিত ব্যবসায়ী নেতারা জানান, করোনাভাইরাস সংক্রমণ ও আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আগামী ৩১ মে পর্যন্ত বিয়ানীবাজার পৌরশহরের প্রধান ৪ মার্কেট জামান প্লাজা, সাত্তার শপিং কমপ্লেক্স, আল আমিন সুপার মার্কেট ও আজির প্লাজার কোনো ব্যবসাপ্রতিষ্ঠান না খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, ঈদকে সামনে রেখে ১০ মে থেকে দোকান-পাট ও শপিং মল খোলার অনুমতি দিয়েছিলো সরকার। তবে সরকারের এ সিন্ধান্তকে স্বাগত জানালেও করোনা সংক্রমন ঠেকাতে ব্যবসায়ীরা এই উদ্দ্যোগ