জুড়ী

জুড়ীতে জনতা ব্যাংকে ভাতা গ্রহীতাদের সমাগম, বাড়ছে করোনার ঝুঁকি

মৌলভীবাজার: সারাদেশে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে চলছে লকডাউন। জরুরী প্রয়োজনে ঘর থেকে বের হলে সামাজিক দুরত্ব বজায় রেখে, মুখে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা রয়েছে সরকারের ।

কিন্তু সারাদেশের মতো জুড়ীতে তা মানা হচ্ছেনা। শুক্রবার(৮ মে) সকালে জুুড়ী শহরের কলেজ রোডে বিশাল গণসমাগম দেখা যায়।

জানা যায়, কলেজ রোডের লন্ডন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় জনতা ব্যাংক লি: জুড়ী শাখা অবস্থিত। শুক্রবার সকালে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণের পূর্ব নির্ধারিত তারিখ ছিল। তাই ইউনিয়নের সাড়ে ৯শত ভাতা গ্রহীতা সকাল থেকে ব্যাংকে এসে ভীড় করেন। ব্যাংকের ভিতর, বাহির ও মার্কেটের ভিতরে স্থান সংকুলান না হওয়ায় মার্কেটের বাহিরে রাস্তায় ভাতা গ্রহীতা নারী-পুরুষ ভীড় করেন।

স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, কোন নিয়ম না মেনেই হাজারো মানুষ জড়ো করা হয়। যা করোনার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

এ বিষয়ে পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস বলেন, ঈদকে সামনে রেখে সবাই ভাতা নিতে এসেছে। আমি ব্যাংক ম্যানেজারকে বলেছিলাম ইউনিয়নে এসে ভাতা দিতে, এখানে বড় মাঠ ছিল। কিন্তু নিরাপত্তার স্বার্থে তিনি ব্যাংক থেকে সবাইকে টাকা নেয়ার কথা জানান।

জনতা ব্যাংক জুড়ী শাখার ব্যবস্থাপক শৈলেন্দ শর্মা এসপিও ফোনে বলেন, আমরা ভাতা দিচ্ছি। ভাতা নিতে লোকজন আসবে, এতে জনসমাগম তো হবে।

Back to top button