বড়লেখা

মসজিদ খুলে দেওয়ার প্রথম দিনেই বড়লেখায় মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড়!

আশফাক জুনেদঃ দীর্ঘ এক মাস পর ফের দেশের মসজিদগুলোতে নামাজের জামাতে শুরু হয়েছে মুসল্লিদের ভিড়। করোনা পরিস্থিতিতে শর্তসাপেক্ষে মসজিদে জামাতে নামাজের অনুমতি পাওয়ার প্রথম দিনেই বৃহস্পতিবার মৌলভীবাজারের বড়লেখায় জোহরের জামাত থেকে মসজিদে আসা শুরু করেন মুসল্লিরা। অনেকে আজানের আগেই উপস্থিত হন মসজিদে।

এর আগে বুধবার ধর্মমন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে স্বাস্থ্যবিধি মেনে চলা সহ ১২টি শর্ত সাপেক্ষে বৃহস্পতিবার জোহর থেকে দেশের সব মসজিদে সুস্থ মুসল্লিদের জন্য ৫ ওয়াক্ত এবং তারাবির নামাজ জামাতে আদায় করার অনুমতি দেওয়া হয়।

বৃহস্পতিবার সরেজমিনে উপজেলার কয়েকটি মসজিদে জোহর, আসর ও মাগরিবের নামাজে দেখা যায়,দলে দলে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন।তবে মসজিদেগুলোতে ব্যাক্তিগত দুরত্ব বজায় রেখেই নামাজ আদায় করা হয়েছে।

মসজিদে নামাজ পড়তে আসা মোহাম্মদ নাইম নামের এক মুসল্লি বলেন দীর্ঘদিন পর মসজিদ খুলে দেওয়া হয়েছে।আমরা দুরত্ব বজায় রেখে নামাজ আদায় করেছি।ইনশা আল্লাহ খুব শিগ্রই আল্লাহর রহমতে বিশ্ব থেকে করোনা ভাইরাস দুর হবে।

জাফর আহমদ হিসাম নামের এক তরুন মুসল্লি বলেন, দীর্ঘদিন পর মসজিদে নামাজ আদায় করেছি।খুব ভালো লাগছে।সরকারি নিষেধাজ্ঞা থাকায় এতদিন মসজিদে আসতে পারিনি।এবার সে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় অনেকেই মসজিদে এসেছেন।।আমরা সামাজিক দুরত্ব বজায় রেখে নামাজ আদায় করেছি।

Back to top button