দরিদ্র ক্রিকেটার ও এক হাজার পরিবারের পাশে দাঁড়াবে ক্রিকেট এসোসিয়েশন
নিজস্ব প্রতিবেদক: বিয়ানীবাজারের ক্রীড়াঙ্গনে পরিচিত ও বৃহৎ একটি সংগঠন উপজেলা ক্রিকেট এসোসিয়েশন। উপজেলা পর্যায় দেশের মধ্যে সর্ববৃহৎ লীগ আয়োজনকারী সংগঠনটি এবার দেশের ক্রান্তিলগ্নে বিয়ানীবাজারের দরিদ্র ক্রিকেটার সহ কর্মহীন এক হাজার পরিবারের পাশে দাঁড়াতে প্রস্তুতি নিচ্ছে।
জানা যায় তিন ধাপে বিয়ানীবাজারে দরিদ্র ক্রিকেটার সহ কর্মহীন হয়ে পড়া পরিবার গুলোর পাশে দাড়াবে তারা। প্রথম ধাপে ঈদ উপহার দ্বিতীয় ধাপে ইফতার সামগ্রী এবং তৃতীয় ধাপে ফ্রি সবজি বিতরন করা হবে এক হাজারের বেশি পরিবারের মধ্যে।
বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার লোকমান জানান, দেশের ক্রান্তিলগ্নে ক্রীড়াঙ্গনের ঊর্ধ্বে এসে দরিদ্র ক্রিকেটার ও কর্মহীন মানুষের পাশে দাড়াতে তাদের এই মহতি উদ্যোগ খুব শীঘ্রই বাস্তবায়ন হতে যাচ্ছে। তিনি আরো জানান দেশ ও বিদেশ থেকে বিগত দিনে যারা উপজেলা ক্রিকেট এসোসিয়েশনে আর্থিক সহায়তা দিয়েছেন তারা এই ক্রান্তিলগ্নে আবারো এগিয়ে এসেছেন বিশেষ করে পৃষ্ঠপোষক সহ সকল শুভাকাঙ্ক্ষী।
সব টিক থাকলে পবিত্র রমজান মাসেই দরিদ্র ক্রিকেটার ও কর্মহীন মানুষের মধ্যে তিন ধাপে এসব উপহার সামগ্রী বিতরন করবে উপজেলা ক্রিকেট এসোসিয়েশন।
উল্লেখ্য,২০০৫ সাল থেকে যাত্রা শুরু হওয়া ক্রিকেট এসোসিয়েশন খেলাধুলা সহ বিভিন্ন পাবলিক পরিক্ষার্থীদের মধ্যে সম্মাননা দিয়েছে এবং ধারাবাহিক ভাবে করোনায় অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাড়ানোর প্রত্যয় ব্যাক্ত করেছে।