বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার টাইমসে সংবাদ প্রকাশের পর বিয়ানীবাজারের সেই বৃদ্ধের পাশে দাড়ালেন শাওন সাদেকী

বিয়ানীবাজার টাইমসঃ “ত্রান পাননি,তাই লকডাউনে ভিক্ষায় বেরিয়েছেন বিয়ানীবাজারের গিয়াস উদ্দিন” শিরোনামে সিলেটের জনপ্রিয় নিউজ পোর্টাল বিয়ানীবাজার টাইমসে সংবাদ প্রকাশের পর এগিয়ে এলেন ২০দলীয় জোটের অন্যতম শরীক দল বাংলাদেশ ন্যাপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিয়ানীবাজারের সন্তান এম এন শাওন সাদেকী।

তিনি আজ বুধবার দুপুরে উপজেলার ১০নং মুড়িয়া ইউপির তাজপুর গ্রামে গিয়ে বৃদ্ধ গিয়াস উদ্দিনকে খোঁজে বের করেন এবং নিত্যপ্রয়োজনীয়া দ্রব্যাদি উপহারস্বরুপ প্রদান করেন। উপহারসামগ্রীর মধ্যে ছিলো ১২কেজি চাউল, ৫কেজি পেয়াজ, ৩কেজি ছোলা, ৩কেজি ডাল, ৫কেজি আলু, ৫লিটার তৈল, ১টি সাবান, লবনসহ কিছু সবজি।

এসময় উপহার পেয়ে সেই বৃদ্ধ আনন্দে আত্নাহারা হয়ে জাতীয় এ তরুন নেতার জন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন।

এব্যাপারে জাতীয় রাজনীতি সম্পৃক্ত তরুন নেতা এম এন শাওন সাদেকী বিয়ানীবাজার টাইমসকে বলেন, তিনি বিয়ানীবাজার টাইমসে সংবাদ প্রকাশের পর থেকে বৃদ্ধের ব্যাপারে খোঁজ খবর নিয়ে তার বাড়িতে উপহার নিয়ে আসেন। তিনি বলেন, করোনার প্রাদুর্ভাবে লকডাউনের পর থেকে বিয়ানীবাজারের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং বিত্তবানদের এসব দরিদ্র মানুষের পাশে দাড়াঁতে অনুরোধ করেন।

Back to top button