বড়লেখা

বড়লেখায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ১২ জনের করোনা নেই

বড়লেখা প্রতিনিধি- মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাস আক্রান্ত প্রথম ব্যক্তির সংস্পর্শে আসা পল্লী চিকিৎসকসহ ১২ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। এতে তাদের করোনা নেগেটিভ এসেছে।

গত ২৬ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল।

বড়লেখা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস মঙ্গলবার বিকালে বলেন, ‘কাশেমনগর এলাকায় করোনায় আক্রান্ত একজন শনাক্ত হওয়ার পর তার সংস্পর্শে আসা পরিবারের সদস্যসহ আশপাশের ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরে নমুনা সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। তাদের সবারই ফলাফল নেগেটিভ এসেছে।

আক্রান্ত ব্যক্তি এখনও সিলেট শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো বলে তিনি জানান।

আক্রান্ত ব্যক্তি সমনভাগ চা বাগান বাজারে চা, ছোলা ও পিঁয়াজু বিক্রি করতেন।

জানা গেছে, বড়লেখার দক্ষিণভাগ ইউনিয়নের উত্তর কাশেমনগর গ্রামের ওই যুবক জ্বর-কাশিসহ করোনার উপসর্গ নিয়ে গত ২০ এপ্রিল শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। এর আগে জ্বর-কাশি নিয়ে তিনি এক পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। গত ২৫ এপ্রিল নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে।

Back to top button