বিয়ানীবাজার সংবাদ

কাল থেকে খুলছে না বিয়ানীবাজারের মার্কেট গুলো!

নিজস্ব প্রতিবেদক ঃ চলতি রমজান মাসে ঈদকে কেন্দ্র করে ১০ মে থেকে বিকাল ৫ টা পর্যন্ত মার্কেট সহ দোকান খোলা রাখার অনুমতি দিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ আজ সোমবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ওয়েব সাইটে কাল থেকে মার্কেট খোলার সংবাদ প্রচার হলে কাল থেকে বিয়ানীবাজারে মার্কেট খুলছেননা ব্যাবসায়ীরা এমনটা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আজাদ আহমদ।

তিনি বিয়ানীবাজার টাইমসকে জানান, সরকারে নির্দেশনা অনুযায়ী আগামী ১০ মে থেকে খোলার সম্ভাবনা রয়েছে তবে এর মধ্যে সিদ্ধান্ত বদল হলে তিনারা আবারও ঘোষণা দিবেন।

উল্লেখ্য, গত ২৬ মার্চ থেকে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার ৩ টি মার্কেট সহ অপ্রয়োজনীয় নিত্যপূন্যের দোকান বন্ধ রয়েছে।

Back to top button