বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে অভিনব কায়দায় দোকানের টাকা নিয়ে পালালো যুবক, চিনে থাকলে জানান
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে অভিনব কায়দায় বিকাশের দোকান থেকে টাকা নিয়ে পালালো যুবক। দৃশ্য ধরা পড়লো সিসি ক্যামেরায়। আজ সোমবার (৪ মে) সোমবার বেলা ২টার দিকে বিয়ানীবাজারের নিউমার্কেট জাবেদ ভেরাইটিজ স্টোর থেকে বিকাশের নামে কৌশলে ১৫০০০ হাজার টাকা নিয়ে নয়াগ্রাম রোডের দিকে পালিয়ে যায় কিশোর। ছবিতে কিশোরের বাম হাতে টাকা দেখা যাচ্ছে।
প্রত্যক্ষদর্শী এক ব্যবসায়ী জানান, চতুর এ কিশোর জাবেদ স্টোর নামে বিকাশের দোকানে যায়। সে গিয়ে বলে তার পনর হাজার টাকা উঠাবে। এ সময় একটি ভুয়া নম্বর দেয় সে। সরল বিশ্বাসে দোকান মালিক কিশোরের হাতে টাকা দিয়ে বিকাশ নম্বর মিলাতে লাগেন। এ সময় টাকা গোনার ভান করে দৌড়ে পালিয়ে যায় কিশোর।
পরে তার এই অভিনব চুরির দৃশ্য ধরা পড়ে সিসিটিভির ক্যামেরায়। (ফেসবুক থেকে পাওয়া)