বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার লামা নিদনপুরে তরুন হত্যার ঘটনায় আটক ১

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুরের তরুন আব্দুল কাইয়ুম হত্যার ঘটনায় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম মফুর আলী। সে বিয়ানীবাজার থানায় কাইয়ুম হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত তৃতীয় আসামী।

গত শুক্রবার (৩ মে) সন্ধ্যায় নিহত আন্দুল কাইয়ুমের ভাই আলমাস উদ্দিন বাদী হয়ে চাচাতো ভাই স্বপন আহমদকে প্রধান আসামী করে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) জাহিদুল হক এক আসামী গ্রেফতারের কথা নিশ্চিত করে বলেন, মামলায় থাকা এজাহারভুক্ত আসামীদের মধ্যে মফুর আলীকে রোববার বড়লেখা থেকে গ্রেফতার করেছি। এছাড়া প্রধান আসামীসহ অন্য অভিযুক্তদেরকেও গ্রেফতার করতে আমরা চেষ্টা চালাচ্ছি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে জমি ক্রয়-বিক্রয়ের টাকা লেনদেনের জের ধরে আব্দুল কাইয়ুমের পরিবারের সাথে তার আপন চাচা ফরমান আলীর পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে চাচাতো ভাই স্বপন আহমদের হাতে থাকা জিআই পাইপের আঘাতে আব্দুল কাইয়ুম আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।  স্থানীয়রা গুরুতর আহত কাইয়ুমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে চিকিৎসাধীন অবস্থায় পরদিন (শুক্রবার) ভোরে সে মারা যায়।

 

Back to top button