বিয়ানীবাজার সংবাদ

৪০টি রিপোর্টের অপেক্ষায় বিয়ানীবাজার, লকডাউন না মেনে হাট বাজারে ভীড়!

মহসিন রনিঃ সারাদেশে ছড়িয়ে পড়েছে মরণব্যাধি করোনা ভাইরাস,সিলেটে ভাইরাসটিতে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে বিয়ানীবাজারে দু’জন আক্রান্তের খবরে সাময়িক আতংক বিরাজ করলেও দু’দিন পর যেই লাউ সেই কদু রমজান মাসের অজুহাতে অনেকেই হাটবাজারে ভীড় করছেন। প্রশাসন ও পুলিশ হাটবাজারে লোকসমাগম বন্ধ করতে শুরু থেকেই কাজ করে গেলেও এখানকার স্থানীয়রা আদেশ মানতে নারাজ।

গত ২৬ এপ্রিল বিয়ানীবাজারে টাঙ্গাইল ফেরত আকবর হোসেনের শরীরে করোনা শনাক্ত হয় এবং ৩০ এপ্রিল আকবর হোসেনের সংস্পর্শে আসা তার বাসার কেয়ারটেকার আলম হোসেনের ও করোনা পজেটিভ আসে। প্রথম ও দ্বিতীয় আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে আশা ব্যাক্তিরদের নমুনা সংগ্রহ করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ইতিমধ্যে ৭৬ টি নমুনা সংগ্রহ করেছে তারা যার মধ্যে ২ টি পজেটিভ এবং ৩৬ টি নেগেটিভ এসেছে এবং আরো ৪০ টি রিপোর্টের অপেক্ষায় তারা।

আকবর আলমদের মাধ্যমে গোটা বিয়ানীবাজার ছড়িয়ে যেতে পারে করোনা ভাইরাস এমনটা বলছেন বিশেষজ্ঞরা। এই ৪০ টি রিপোর্টের দিকে থাকিয়ে থাকতে হবে বিয়ানীবাজারবাসীর, এই রিপোর্ট গুলোর উপর নির্ভর করবে করোনাকালে আগামী দিনে কেমন থাকবে বিয়ানীবাজার।

তবে সংক্রামক এই রোগের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সবার। তাই তো বাড়িতে থাকার বিকল্প নেই বাজারে ভীড় কিংবা ব্যাংকের দীর্ঘ লাইনকে না বলার এখনই সময়।

এব্যাপারে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আবু ইসহাক আজাদ জানান, সিলেট ওসমানী হাসপাতালের ল্যাবে অধিকতর নমুনা থাকায় রিপোর্ট আসতে দেরী হচ্ছে। আর ঢাকায় পাঠানো নমুনার ফলাফল পেতে দেরী হচ্ছে।
Back to top button