বিয়ানীবাজারে টাকার লেনদেনের সুত্র ধরে চাচাত ভাইদের হাতে তরুন খুন, দাফন সম্পন্ন
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে টাকার লেনদেনের কারনে চাচাত ভাইদের হাতে প্রান হারালেন এক তরুন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার মোল্লাপুর ইউনিয়নের লামা নিদনপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত তরুন আব্দুল কাইয়ুমকে (২০) সিলেটে ওসমানী মেডিকেল কলেজ প্রেরন করা হয়, চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১মে) ভোরে সে মারা যায়। নিহত তরুন লামা নিদনপুর এলাকার সবুল আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে টাকা লেনদেনের জের ধরে আব্দুল কাইয়ুম পরিবার ও তার চাচা মফুর আলীর পুত্র স্বপন ও মুমিতদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চাচাতো ভাইদের জিআই পাইপের আঘাতে আব্দুল কাইয়ুম আহত হয়। এ ঘটনায় কাইয়ুমের আপন ভাই তাজ উদ্দিন, নাজিম উদ্দিন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। তবে গুরুতর আহত আব্দুল কাইয়ুমকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হলে শুক্রবার ভোরে চিকিসাধীন অবস্থায় সে মারা যায়।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল হক বলেন, খুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, শুক্রবার (১ মে) বাদ আসর পশ্চিম নিদনপুর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে বিকেল ৪টায় ময়নাতদন্ত শেষে সিলেট এমএজি ওসমানী হাসপাতাল থেকে বাড়িতে আসে আব্দুল কাইয়ুমের মরদেহ। এসময় তার মা, ভাই-বোনসহ স্বজনদের আর্তনাদে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণার সৃষ্টি হয়।