বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে পারিবারিক কলহে চাচাতো ভাইয়ের হাতে তরুণ খুন(আপডেট)

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার পৌর এলাকার নিদনপুর গ্রামে আব্দুল কাইয়ুম (২০) নামের এক তরুণ খুন হওয়ার ঘটনা ঘটেছে।জানা গেছে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে সে খুন হয়।ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।

সূত্রে জানা যায়,বৃহস্পতিবার আব্দুল আব্দুল কাইয়ুমের পরিবারের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তার চাচাতো ভাইয়ের পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে উত্তেজিত হয়ে চাচাতো ভাই হাতের কাছের জি আই পাইপ দিয়ে কাইয়ুমকে আঘাত করে।এতে সে গুরুতর আহত হয়।এ সময় তার তার আরও দুই ভাইও আহত হন।পরে স্থানীয়রা আহতদের বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। তবে গুরুতর আহত আব্দুল কাইয়ুমকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হলে শুক্রবার ভোরে চিকিসাধীন অবস্থায় সে মারা যায়।তবে থানা পুলিশ সূত্রে জানা গেছে, তার লাশ ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকালে আনা হবে। এখনো এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়নি।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল হক বলেন, পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। খুনের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Back to top button