বিয়ানীবাজারে আক্রান্ত আলম হোসেনের সংস্পর্শে আসা ১২ জনের নমুনা সংগ্রহ
নিজস্ব প্রতিবেদকঃ আজ বিয়ানীবাজারে দ্বিতীয় করোনার রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত আলম হোসেন (৪২) বিয়ানীবাজার মেওয়া গ্রামেরবাসিন্দার। তিনি প্রথম আক্রান্ত আকবর হোসেনের সংস্পর্শে ছিলেন গত ২৬ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে আজ ৩০ এপ্রিল সেটি পজিটিভ আসে। আলম হোসেনের রিপোর্ট পজেটিভ আসার পর তার সংস্পর্শে আসা ১২ জন ব্যাক্তির নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এমনটা নিশ্চিত করেছে ডাঃ আবু ইসহাক আজাদ।
এদিকে দ্বিতীয় ব্যাক্তির আক্রান্তের খবর পেয়ে বিয়ানীবাজারের জনপ্রতিনিধি,পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা বাড়ি লকডাউন করেন এবং আক্রান্ত আলম হোসেনকে সিলেট শহিদ শামসুদ্দিন হাসপাতালে প্রেরন করেন।
উল্লেখ্য,গত ২৪ এপ্রিল টাঙ্গাইল ফেরত এক ব্যাক্তির শরিরে করোনা শনাক্ত হয় বিয়ানীবাজার নয়াগ্রামে, বর্তমানে তাকে সিলেট শামসুদ্দিন হাসপাতালে নেওয়া হয়েছে সেখানে তিনি চিকিৎসারত অবস্থায় আছেন৷