বিয়ানীবাজারে দ্বিতীয় করোনা আক্রান্তের বাড়ি মেওয়ায়, বাড়ি লকডাউন
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে করোনা আক্রান্ত ২য় ব্যাক্তি প্রথম ব্যাক্তির ভাড়া বাসার কেয়ারটেকার ছিলেন। তিনি প্রথম করোনাভাইরাসে আক্রান্ত সি টাঙ্গাইল ফেরত যুবকের মাধ্যমে সংক্রমিত হয়েছিলেন। তাঁর বাড়ি উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়ায় (৪৫)। ইতিমধ্যে তাকে উদ্ধার করে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে প্রেরন করেছেন কর্তৃপক্ষ।
সুত্র জানায়, করোনা আক্রান্ত প্রথম ব্যাক্তির সংস্পর্শে আসায় গত ২৬ এপ্রিল তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে সিলেট সিভিল সার্জন মেওয়ায় গ্রামের ওই যুবকের কভিড১৯ পজিটিভ হওয়ার বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অবহিত করেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্বশীলরা দ্ররু মেওয়া গ্রামে ছুটে গিয়ে বাড়ি লকডাউন করেন।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আবু ইসহাক আজাদ বলেন, সকালে করোনা পজিটিভের খবর পেয়ে আক্রান্ত যুবককে সিলেট শহীদ সামসুদ্দীন আহমদ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং তার বাড়ি লকডাউন করা হয়েছে। তার সংস্পর্শে আসা বাকীদের নমুনা সংগ্রহ করা হবে বলে তিনি জানান।