বিয়ানীবাজারে করোনা সন্দেহে আরো ৫ জনের নমুনা সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক ঃ করোনা সন্দেহে বহিরাগতদের নমুনা সংগ্রহ করা হচ্ছে সেই সাথে উপজেলার কারো উপসর্গ দেখা দিলে তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে নিয়ে আসা হচ্ছে নমুনা। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশের বিভিন্ন জেলা থেকে বিয়ানীবাকারে প্রবেশকারী বহিরাগতদের নমুনা সংগ্রহ করা হয়।যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তাদের মধ্যে ৪ জন ব্রাহ্মণবাড়িয়া ও ১ জন কিশোরগঞ্জ থেকে আগত, এরা সকলেই পুরুষ। এদের ৩ জনকে হাসপাতালে কোয়ারান্টাইনে ও বাকী ০২ জনকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে।
আজ নমুনা সংগ্রহে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃআবু ইসহাক আজাদ,এমওডিসি ডাঃ জীবনানন্দ দেন রায়,এমটিইপিআই তপন জ্যােতি ভট্টাচার্য, ল্যাব টেকনিশিয়ান সুজন অহির, ওয়ার্ড বয় আকিভ আলী এবং সহযোগীতা করেন স্বাস্থ্য সহকারি আশরাফুল হক।
উল্লেখ্য,এখম পর্যন্ত বিয়ানীবাজার থেকে মোট ৫৭ টি নমুনা সংগ্রহ করে সিলেট প্রেরন করা হয়েছে যার মধ্যে ২৫ টি নেগেটিভ ও ১ টি মাত্র পজিটিভ এসেছে। বাকী সব রিপোর্ট অপেক্ষমান। সিলেট ল্যাবের সক্ষমতার চেয়ে স্যাম্পল সংখ্যা বেশি হওয়াতে রিপোর্ট পেতে আগের তুলনায় একটু অপেক্ষা করতে হচ্ছে এমনটা জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।