বড়লেখা

বড়লেখায় শ্বাসকষ্টে মৃত ব্যক্তির করোনা ‘নেগেটিভ’ : এলাকায় স্বস্তি

আব্দুর রব, বড়লেখা : বড়লেখায় জ্বর, শ্বাসকষ্ট ও বুকেরব্যথা নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যবসায়ী আব্দুল জব্বারের করোনা ‘নেগেটিভ’ এসেছে। রোববার রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। সোমবার দুপুরে বড়লেখা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। আব্দুল জব্বার করোনা ভাইরাসে মারা গেছেন, এমন খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজন, গ্রামবাসীসহ আশপাশের এলাকায় উদ্বেগ আতংক বিরাজ করে। অবশেষে নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় তার পরিবারসহ এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

জানা গেছে, উপজেলার গাংকুল গ্রামের মৃত আজমল আলীর ছেলে আব্দুল জব্বার গত বৃহস্পতিবার দুপুরে বুকের ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে বড়লেখা উপজেলা হাসপাতালে ভর্তি হন। করোনার উপসর্গ থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখান থেকে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে প্রেরণ করা হয়। রাত ৮টায় সেখানে তিনি মারা যান। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার আশংকায় রাত দেড়টায় উপজেলা প্রশাসন স্বাস্থ্যবিধি অনুসারে মৃত আব্দুল জব্বারের জানাজা ও দাফন সম্পন্ন এবং তার বাড়ি লকডাউন করে।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস জানান, করোনা উপসর্গ নিয়ে মারা গেলেও আব্দুল জব্বার করোনা আক্রান্ত ছিলেন না। রোববার রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এতে নেগেটিভ এসেছে।

Back to top button