বিয়ানীবাজারে রাতের আধারে মালবাহি ট্রাকে করে ঢুকছে বহিরাগতরা!
মহসিন রনিঃ গত এক সাপ্তাহে বিয়ানীবাজারে বহিরাগত প্রবেশের খবরটা দৈনন্দিন সূচিতে পরিণত হয়েছে। প্রথম করোনা আক্রান্ত ব্যাক্তি আকবর হোসেন কিন্তু বহিরাগতদের তালিকায় তাছাড়া প্রতিদিন বিয়ানীবাজারে কড়া নজরদারি উপেক্ষা করে প্রবেশ করছে বহিরাগতরা। এদের বেশির ভাগেরই বসবাস বিয়ানীবাজারের পৌর শহরের বিভিন্ন কলোনী এবং বাসা বাড়িতে।
অনুসন্ধানে জানা যায়, রাতের আধারকেই বেছে নিয়েছে তারা বিয়ানীবাজারে প্রবেশের জন্য। এদের মধ্যে বিয়ানীবাজার পন্ডিত পাড়ায় আজ রাত ৩ টায় এক দিনমজুর সুনামগঞ্জ থেকে প্রবেশ করার পর এলাকায় আতংক বিরাজ করছে।
এ ছাড়া পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড গুলোতে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে বহিরাগতরা ফলে ক্রমশ বাড়ছে করোনার ঝুঁকি।
সরকারি নির্দেশনা অনুযায়ী এক উপজেলা থেকে আরেক উপজেলায় যাওয়া আসায় রয়েছে নিষেধাজ্ঞা পুলিশ বাহিনী প্রবেশ পথে রেখেছে কড়া নিরাপত্তা, তবে এতো নিরাপত্তার মধ্যে বিয়ানীবাজারে কি করে প্রবেশ করছে বহিরাগতরা এমন প্রশ্নের উত্তর খুজতে গিয়ে মিলেছে রাতের আধারের তথ্য । প্রতিদিন বিয়ানীবাজারে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মালামাল নিয়ে আসেন বহিরাগতরা তাই তো বিয়ানীবাজারে প্রবেশের এক মাত্র রাস্তা হতে পারে মালবাহি এ সব ট্রাক, পাশাপাশি প্রাইভেট গাড়ি দিয়ে বিভিন্ন স্টেশন বদল করে চলে আসেন বিয়ানীবাজার।
তবে বহিরাগতদের বিয়ানীবাজারে প্রবেশের ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বহিরাগতরা লকডাউনের মধ্যে বিয়ানীবাজারের অভ্যন্তরে যাতে প্রবেশ না করতে পারে সেব্যাপারে প্রশাসন রয়েছে তৎপর। তবে সুনামগঞ্জ থেকে বিয়ানীবাজারে আসা যুবকের বিষয়ে তিনি অবগত নন বলে জানান।
এদিকে একের পর এক বহিরাগত প্রবেশে বিয়ানীবাজারে বাড়ছে করোনা ঝুঁকি আর সেই করোনার হটস্পট হতে পারে পৌর শহর।