বিয়ানীবাজারে যুক্তরাজ্য প্রবাসী সাব্বিরের অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরন
বিয়ানীবাজার: দেয়ালে পিঠ ঠেকে গেছে। কর্মহীন হয়ে পড়েছেন লকডাউনে জীবন চলে না,দরিদ্রতায় আগে টিক টাক খাবার জুটতো না সেই সাথে করোনার ছোবলে দিশেহারা খেটে খাওয়া মানুষ। সামাজিক সংগঠন সহ প্রবাসীরা দেশের এ ক্রান্তিলগ্নে এগিয়ে আসছেন তাদের মধ্যে একজন যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমেদ হিরন। তার অর্থায়নে অর্ধশতাধিক দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বাড়ি বাড়ি গিয়ে বিতরন করেন উদ্যোগতার পরিবারের লোকজন।
এ সময় সাব্বির আহমেদ হিরনের পক্ষে তার ছোট ভাই রেজাউল হক নিশাত জানান, দেশের এই ক্রান্তিলগ্নে তাদের পরিবার দরিদ্রদের পাশে ধারাবাহিক ভাবে দাড়াবে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গত ২৬ মার্চ থেকে অঘোষিত লকডাউন চলছে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে। গত ২৪ এপ্রিল টাঙ্গাইল ফেরত এক ব্যাক্তির শরিরে করোনা শনাক্ত হয় বিয়ানীবাজার নয়াগ্রামে, বর্তমানে তাকে সিলেট শামছুদ্দিন হাসপাতালে নেওয়া হয়েছে সেখানে তিনি চিকিৎসারত অবস্থায় আছেন৷