বিয়ানীবাজার সংবাদ

লকডাউনে বিয়ানীবাজারে রাতের আধারে সুনামগঞ্জ থেকে যুবকের প্রবেশ, আতংক

নিজস্ব প্রতিবেদকঃঃ কড়া নজরদারির মধ্যে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আবারো বিয়ানীবাজারে সুনামগঞ্জ থেকে প্রবেশ করলেন এক দিনমজুর। স্থানীয় সুত্রে জানা যায়, তিনি তার পরিবার নিয়ে বিয়ানীবাজারে জীবিকা নির্বাহ করতেন। করোনার প্রাদুর্ভাবে পরিবার রেখে দেশে ছুটে যান কিন্তু সুনামগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে আসা শুরু করলে আবারো তিনি বিয়ানীবাজার পৌর শহরের পন্ডিত পাড়ায় ফিরে আসেন।

জানা যায় রবিবার (২৬ এপ্রিল) রবিবার রাত ৩ টায় তিনি বিয়ানীবাজারে প্রবেশ করেন। তার প্রবেশের পড়ে খবর পেয়ে স্থানীয়রা বিয়ানীবাজার পৌরসভায় খবর দেয়।

এ বিষয়ে বিয়ানীবাজার পৌর মেয়র আব্দুস শুকুর জানান, খবর পেয়ে পৌরসভা থেকে ব্যবস্থা নেয়া হয়েছে, তাকে একটি ঘরে আটকে রাখা হয়েছে, কাল তার নমুনা সংগ্রহ এবং প্রয়োজনে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে নেয়া হবে।

এদিকে, ঐ ব্যাক্তি বিয়ানীবাজার ফিরে আসার সাথে সাথে তার বসবাসরত কলুর কলনি সহ আতংক বিরাজ করছে পুরো গ্রাম জুড়ে। জানা যায় ঐ কলনির ছোট শিশু থেকে শুরু করে সবাই ঘা ঘষে খেলাধুলা সহ চলাফেরা করছে।

Back to top button